মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ লন্ডন থেকে দু’টি ফ্লাইটে ১শ’ যাত্রী ঢাকায় এসেছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে হোম কোয়ারেন্টাইনের শর্তে ছেড়ে দেয়া হয়েছে। ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকার শাহজালাল বিমান বন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান। তিনি জানান, আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। আর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো কমিয়ে আনা হয়েছে। তৌহিদ-উল-আহসান জানান, ব্রিটেন, চীন, থাইল্যান্ড ও হংকং-এই চারটি দেশের সাথে বিমান চলাচল চালু থাকলেও করোনা ঝুঁকিতে পর্যাপ্ত ফ্লাইট পরিচালনা হচ্ছে না। চালু থাকা চারটি দেশের সাথে বিমান চলাচল বন্ধের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।