ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য রাশিয়ার মসজিদে বিরতিহীন কুরআন খতম শুরু হয়েছে। সম্প্রতি রাজধানী মস্কোর আল জামে গ্র্যান্ড মসজিদে দেশটির মুফতিদের সংগঠন মুফতিন কাউন্সিল এই খতম অনুষ্ঠানের আয়োজন করে। মুফতি কাউন্সিলের পক্ষে রুশ মুসলমানদের আধ্যাত্মিক নেতা শায়খ রাবি আইনুদ্দিন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন না ঘটে এজন্য আমরা বিরতিহীন কুরআন খতমের আয়োজন করেছি। মহান আল্লাহর নিকট আমাদের আরজু তিনি যেন এই ওসিলায় আমাদের চলমান সৃষ্ট বিপদ থেকে রক্ষা করেন। আমাদের বিশ্বাস বিশেষ এই ইবাদতের বদৌলতে মহান স্রষ্টা তাঁর বান্দাদের দোয়া কবুল করবেন। প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস রাশিয়ায়ও প্রবেশ করেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে অন্তত শতাধিক রুশ নাগরিক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST