ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
মোঃ লুৎফর রহমান, হিলি(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতের দিল্লি ফেরৎ একজনকে করোনাভাইরাস সন্দেহে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দিনাজপুরের বিরল পৌর শহরের ২২ বছর বয়সী এক যুবক রোববার সকালে হিলি চেকপোষ্ট দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত এর দিল্লি থেকে বাড়ী ফিরেন। ওই যুবক বলেন গত ৭ ফেব্রæয়ারী ৯০ দিনের টুরিস্ট ভিসা নিয়ে তিনি ভারতের দিল্লিতে তার দাদুর বাড়ীতে বেড়াতে যান। এবং সেখানে তিনি স্বাশকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সর্দি, কাশি ও শ্বাসকস্ট থাকায় আপাতত তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে হিলি হাকিমপুরে বিদেশ ফেরত ৬ জন সহ দিনাজপুর জেলা ১৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST