মোংলা থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

মোংলা থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ

মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোংলা বন্দর থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশ ভারত আর্ন্তজাতিক নৌপ্রটোকলভুক্ত মোংলা-ঘাষিয়াখালী অভ্যন্তরীণ চ্যানেল দিয়ে ভারতগামী নৌযান (কার্গো, কোস্টার) চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে এ রুটে চলাচলকারী প্রায় তিন’শ কার্গো ও কোস্টার জাহাজ। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর্ন্তজাতিক এ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে নিয়োজিত নৌযানগুলো। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, বিআইডব্লিউটিএ’র নির্দেশনা মোতাবেক আপাতত ভারতগামী অর্থাৎ ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরগামী নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত মোংলা ও চট্টগ্রাম বন্দরসহ অভ্যন্তরীণ অন্যান্য জায়গায় কার্গো, কোস্টার ও ট্যাংকার চলাচল স্বাভাবিক থাকছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest