তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় স্যানিটাইজার এবং পিপিই তৈরি

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় স্যানিটাইজার এবং পিপিই তৈরি

জুলহাস উদ্দীন তেতুলিয়া প্রতিনিধি : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধের লক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগ সহযোগিতায় নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা হচ্ছে বিশেষ স্যানিটাইজার এবং পিপিই। করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার প্রতিরোধের লক্ষে জনসচেতনতা বাড়াতে প্রায় ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হচ্ছে। সেই সাথে স্থানীয় কারিগরদের দিয়ে তৈরি করা হচ্ছে পিপিই। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের ব্যবহারের জন্য এসব হ্যান্ড স্যানিটাইজার এবং কিছু পিপিই সরবরাহ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করতে তেতুঁলিয়া সরকারি কলেজের ল্যাব ব্যবহার করা হয়েছে। এসব কাজে সহযোগিতা করেছেন কলেজের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিপ্লব ও মোজাফ্ফর হোসেন। হাসপাতালে চিকিৎসক ও নার্সদের এসব সরবরাহ করনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার.) মাসুদুল হক, মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest