করানো ভাইরাস সচেতনায় তালতলীতে লিফলেট বিতরণ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

করানো ভাইরাস সচেতনায় তালতলীতে লিফলেট বিতরণ

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাস প্রতিরোধে গন সচেতনা বাড়াতে মানুষের মধ্যে “মানবতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন”তালতলী ব্লাড ডোনার ক্লাব উদ্দোগে ও আনসার সদস্যরা লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৪মার্চ) সকালে ব্লাড ডোনার ক্লাব এবং স্টুডেন্ট লাইব্রেরীর সহযোগিতায় উজ্জল চত্তর,টিএনটি রোড, মালিপাড়া,লোকাল বাসস্ট্যান্ড সহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে লিফলেট বিতরণ করা হয়। তালতলী ব্লাড ডোনার ক্লাবের উদ্যোক্তা মো.ফয়সাল আহম্মেদ বলেন,দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।সচেতনা অবলম্বন করলে অবশ্যই প্রত্যেক মানুষের এই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব। লিফলেট বিতরন করার সময় উপস্তিত ছিলেন,ব্লাড ডোনার ক্লাবের এক ঝাক তরুণ প্রজন্ম। এর আগে আনসার-ভিডিপি সদস্যরা উপজেলার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন এ সময় দলপতি মো. শাহীন সাইরাজ ইউনিয়ন কমান্ডার মো. শহিদ সহকারী কমান্ডার মো. জসিম উপস্থিত ছিলেন। এ সময় দলপতি শাহীন সাইরাজ বলেন আনসার শব্দের অর্থ সাহায্য কারি। আমার দেশের এই দুর্যোগ ময় সময় মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে করোনা ভাইরাস থেকে বাঁচতে লিফলেট বিতারন করছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest