খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ কুড়িগ্রামের, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে, সচেতনতামুলুক লিফলেট স্যানিটেশন স্প্রে ও মাক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুর ১২টায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রিক্সাচালক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ, হাত ধোয়ার জন্য সাবান, মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদরাসা ও মসজিদে প্রায় ৩০০ শতাধিক লোকের মাঝে এই মাক্স স্যানিটেশন সামগ্রী ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ এস এ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, লুৎফর রহমান আশু, এস এ লিমন, মোঃ এনামুল হক, এবং প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সদস্য বৃন্দ।