ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ সরকারি রাস্তার গাছ কেটে সেই টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-পরিচালক, স্থানীয় সরকার দিনাজপুর কর্তৃক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এব্যাপারে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার কথা বললে তিনি সাময়িকভাবে বরখাস্ত করার কথা স্বীকার করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST