মির্জাগঞ্জে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

মির্জাগঞ্জে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
মো. সাইফুল ইসলাম, মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রন ও প্রতিরোধের জন্য মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সুবিদখালী বন্দর সহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন বাজারে ঔষধ,মুদি মনোহরী, মাছ-মাংস ও কাঁচা বাজারের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহনসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুসারে উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার হোসেন মাইকিং করে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সকল দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে গণপরিবহনসহ উপজেলার সকল সাপ্তাহিক হাট ও গরু ছাগলের হাটবাজার বন্ধ সহ বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারান্টাইনে নিজ বাড়িতে অবস্থান করা এবং জরুরী প্রয়োজন ব্যতীত সর্বসাধারনকে ঘর থেকে বাহির না হওয়ার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, উপজেলাবাসীর মাঝে করোনা সংক্রমনের বিস্তার রোধ ও প্রতিকারের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest