বরিশাল করোনা নিয়ে ফেসবুকে উস্কানীমূলক পোস্ট করায় মহিলা কলেজের প্রভাষক বরখাস্ত

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

বরিশাল করোনা নিয়ে ফেসবুকে উস্কানীমূলক পোস্ট করায় মহিলা কলেজের প্রভাষক বরখাস্ত

শফিউর রহমান কামাল, বরিশাল ব্যুরোঃ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারী নির্দেশনা উপেক্ষা করে উস্কানীমূলক বক্তব্য ও ছবি ফেসবুকে পোস্ট করার কারণে বরিশাল সরকারি মহিলা কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ ও শোকজ নোটিশ থেকে জানা গেছে এই তথ্য। ২৫ মার্চ স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে উল্লেখ করা হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার নিজের ফেসবুক আইডি থেকে গত ২১ মার্চ অনভিপ্রেত ও উস্কানীমূলক বক্তব্য ও ছবি পোস্ট করেন। যা সরকারের সমুন্নত কার্যক্রমের সাথে সামঞ্জস্য নয়। সরকারি কর্মচারী হয়ে সরকার ও জনস্বার্থবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রম করায় বিষয়টি অসদাচারন হিসেবে গণ্য হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পৃথক শোকজ নোটিশে এই ঘটনায় কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তা সাত কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest