ঢাকা ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিমো. জসিম উদ্দিন|| সুপার সাইক্লোন ‘বুলবুলের’ আঘাতে পটুয়াখালীর দুমকিতে অন্তত: অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত, অসংখ্যে গাছপালা, আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। শনিবার গভীর রাতে ও রবিবার দুপুরে দুমকি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া অতিপ্রবল ঘূর্ণীঝড় বুলবুলের তান্ডবে উপজেলা শহরের পীরতলা বাজার সংলগ্ন মৃধা বাড়িতে বিশাল কড়াই গাছ উপড়ে পড়ে ঘরচাঁপায় গৃহকর্তৃ রেহেনা বেগম, কন্যা পারুল বেগম ও নাতনি মিতাসহ অন্তত: ৩জন গুরুতর আহত হয়। একই সময় উপজেলার চরগরবদিদ গ্রামের সোহরাব আলী খান, পাংগাশিয়া ইউনিয়নের বাকের মাওলানা, সুলতান মল্লিক, কাঞ্চনসহ অন্তত: অর্ধশতাধিক পরিবারের বসত:ঘর বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণীঝড়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেট ঘরের সকল টিন উড়িয়ে নিয়ে গেছে, উত্তর পাঙ্গাশিয়া হজরত আলী দাখিল মাদ্রাসার ঘড়টি হেলে পড়ে গেছে, আল-মদিনা ফাজিল মাদ্রাসার টিন সেট ঘড়ের সকল টিন উড়িয়ে নিয়ে গেছে, পাংগাশিয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয়টির আধাপাকা ভবন বিধ্বস্ত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের ঘূর্ণিঝড় বুলবুলে বিধ্বস্ত হওয়ায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়। ঝড়ের তান্ডবে উপজেলার শ্রীরামপুর, লেবুখালী, পাংগাশিয়া, মুরাদিয়া, আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছপালা ও পল্লীবিদ্যুতের খুটি উপড়ে, হেলে পড়ায় অন্তত: ৩৭টি স্পটে তার ছিড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া চলতি মৌসুমের আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকার দেয়া সরকারী হিসেবে আমনের ক্ষতির পরিমান ৩৪ হেক্টর, আংশিক ক্ষতি ১হাজার ৭শ’ ৬২ হেক্টর এবং রবি শষ্যের ক্ষতির পরিমান ১৫ হেক্টর ও আংশিক ক্ষতির পরিমান ২৩ হেক্টর। তিনি আরও বলেন, আমনের ক্ষেত এখনও পনিতে ডুবে আছে। দু’চারদিন পরে পানি শুকিয়ে গেলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির সঠিক হিসেব পাওয়া যাবে। পল্লী বিদ্যুতের দুমকি এরিয়া ইনচার্জ সহ-প্রকৌশলী মো: জামাল হোসেন জানান, ঘূর্ণীঝড় বুলবুলের তান্ডবে দুমকিতে পল্লীবিদ্যুত সরবরাহ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, অন্তত: ৭/৮টি পয়েন্টে খুটি ভেঙ্গে ও হেলে বিদ্যুত সরবরাহের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া গাছ উপড়ে ও ডালপালা ভেঙ্গে পড়ায় ৩৭টি স্পটে বিদ্যুত লাইন ছিড়েছে। গত ৩দিন ধরে দুমকিসহ দক্ষিনাঞ্চলে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্বভ বিদ্যুত সরবরাহ চালু করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST