সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে শহর ব্যাপী জীবানু নাশক পানি ছিটানোর কাজ চলছে

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে শহর ব্যাপী জীবানু নাশক পানি ছিটানোর কাজ চলছে
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো : নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে শহরব্যাপী বি¬চিং পাউডার ও স্যাভলন মিশ্রিত পানি দিয়ে সড়কগুলো পরিস্কার করাসহ পৌর এলাকার সব পাড়া মহল¬ায় ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বি¬চিং পাউডার ছিটানোর কাজ শুরু করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের নির্দেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ শাহিন আকতার শাহিন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, পৌর স্বাস্থ্যকর্মী গজনফর আলী মিন্টু প্রমুখ। প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া বলেন, শহীদ ডাঃ জিকরুল হক সড়ক থেকে পৌরসভার ভ্যাকুট্যাগ দিয়ে জীবানুনাশক মিশ্রিত পানি ছিটানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে শহরের সবগুলো সড়কে এ কর্যক্রম পরিচালনা করা হবে। তাছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডে স্ব-স্ব কাউন্সিলররা পাড়া-মহল¬াগুলোতে জিবানু নাশক পাউডার ছিটানোর কাজ শুরু করেছে। সে সাথে করোনা প্রতিরোধে ইতোমধ্যে সচেতনতা মূলক মাইকিং, মোড়ে মোড়ে হ্যান্ড স্যানেটাইজার বিতরণ, পৌরসভার প্রধান গেটে হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। সেই সাথে ব্র্যাকের সহযোগীতায় একটি করোনা পরামর্শ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে মশক নিধনের জন্য মশা মারার ঔষুধও ছিটানো হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest