দুমকিতে করোনা প্রতিরোধে থানা স্টাফদের মাঝে সাবান বিতরণ করলেন -ওসি

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০

দুমকিতে করোনা প্রতিরোধে থানা স্টাফদের মাঝে সাবান বিতরণ করলেন -ওসি
মোঃ জসিম উদ্দিন, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি থানায় কর্মরত থানা স্টাফদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুরক্ষার্থে তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মইনুল হাসান’র উদ্যোগে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান থানায় কর্মরত স্টাফদের মাঝে ২টি করে সাবান বিতারণ করেন। এছাড়াও থানায় কর্মরত স্টাফ ও আগত মানুষের সুরক্ষার্থে গত সপ্তাহ থেকে থানার সামনে হাত ধোয়ার অস্থায়ী ব্যবস্থা করেছেন ওসি মোঃ মেহেদী হাসান । করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে ওসি মোঃ মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব দিচ্ছে। তাই থানা প্রাঙ্গণে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও এসপি স্যারের নির্দেশে আমরা লিফলেট, মাস্কসহ বিভিন্ন উপকরণ উপজেলার সাধারণ মানুষের মাঝে পৌছে দিয়েছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest