মো: আ: হামিদ : টাঙ্গাইলের মধুপুর পৌর সভাধীন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ সাধারন সম্পাদক মো: বেলাল হোসেন তার নিজ উদ্যোগে বৃহস্পতিবার (২৬মার্চ) সন্ধ্যায় প্রানঘাতী করোনা ভাইরাস হতে সুরক্ষা পেতে হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করছেন। তিনি মধুপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের টেংরী গ্রামের ফকির বাসষ্টান্ড, সি এন বি মোড় ছয়আনি পাড়া সহ এলাকার বিভিন্ন স্হানে নিজ উদ্যোগে দরিদ্রদের মাঝে মাস্ক বিতরন করেন। এসময় শ্রমিক, রিক্সা, ভ্যানওয়ালা ও পথচারী সহ এলাকার লোকজন ভিড় করে তা সাদরে গ্রহন করেন। তার এ মহান উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এসময় তাকে সহযোগিতা করেন সোহেল, ফারুক,জাহাঙ্গীর, সেলিম সহ অনেকেই। এউপলক্ষ্যে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে আমার এ প্রয়াস খুবই সামান্য। তবে আমার এ উদ্যোগে যদি কেউ অনুপ্রাণিত হয় তবেই আমি স্বার্থক। সংকট মোকাবিলা সম্মিলিত ভাবেই করতে হবে। বিনা প্রয়োজনে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না।