ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
শার্শা(যশোর)প্রতিনিধি এসএম স্বপন || ভারতে পাচার কালে বেনাপোল সীমান্ত থেকে ভারতে ২ পিস (২কেজি ওজনের) স্বর্ণের বারসহ শ্রী দিলীপ বিশ্বাস (৩৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বেনাপোল ঘিবা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক দিলীপ বেনাপোল পোর্ট থানার ৩ নং ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে। ঘিবা বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল ঘিবা সীমান্তের মাঠের মধ্যে থেকে ২ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST