ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মারামারিতে আব্দুস ছালাম (৬১) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সমাদ্দারখালী গ্রামের নিজ বাড়ির পাশে জমিতে মাটি কাটা নিয়ে চাচাতো ভাইয়ের সাথে মারামারিতে সে মারা যান। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলী খানের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঝিউধারা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বাড়ির পাশে ঘেরে মাটি কাটতে যায় আব্দুষ ছালাম খান। এসময় তার আপন চাচাতো ভাই বাধাঁ দিতে গেলে তাদের মধ্যে হাতাহাতি হলে আব্দুস ছালাম ঘেরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসাপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল হক ঘটনাস্থল থেকে দুপুর দুইটার দিকে মুঠোফোনে জানান, কি ভাবে আব্দুস ছালামের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST