কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্লিনিক ও ফার্মেসীতে ব্যক্তিগত উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্লিনিক ও ফার্মেসীতে ব্যক্তিগত উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় আলেয়া ক্লিনিক ও নীলগঞ্জের পাখিমারা বাজারের শামীম মেডিকেল হল ফার্মেসীতে ব্যক্তিগত উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকালে আলেয়া ক্লিনিকে গিয়ে দেখা যায়, একজন মহিলা কর্মচারী হাতে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ক্লিনিকের গেটে বসে রয়েছে। আগন্তুক সকলের হাতে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ক্লিনিকে প্রবেশ করাচ্ছে। সকলে এ ব্যবস্থাকে সাদরে গ্রহন করে পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। অপরদিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত শামীম মেডিকেল হল ফার্মেসীতে গিয়ে দেখা যায়, ফার্মেসীর সামনে একটি বেসিন ও সাবান রাখা রয়েছে। কেহ মেডিসিন কিনতে আসলে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে বলা হয়। ক্রেতা সাধারণরাও হাত ধুয়ে ঔষধ নিচ্ছে। কুমিরমারা গ্রামের এক ক্রেতা বলেন, করোনা ভাইরাস থেকে প্রতিরোধের জন্য শামীম মেডিকেল হলের হাত ধোয়ার ব্যবস্থাটি খুবই ভালো একটি উদ্যোগ। আমি মনে করি সকল ফার্মেসীগুলোতে এ ধরনের ব্যবস্থা রাখা উচিত। ঔষধ নিতে আসা অন্য একজন ক্রেতা বলেন, করোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে তাতে আমরা কেহই নিরাপদ নই। তাই আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। শামীম মেডিকেল হলের প্রোপ্রাইটর গ্রাম ডাক্তার মো. আবুল কালাম বলেন, নোভেল ভাইরাস করোনা হতে প্রতিরোধের জন্য আমি ব্যক্তিগতভাবে এ ব্যবস্থা করেছি। দেশের সকল ফার্মেসিগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest