মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :- বর্তমান বিশ্বের মাহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে শনিবার (২৮ মার্চ) সকালে বাধ ঘাট চৌ রাস্তায় ফায়ার সার্ভিসের কর্মী দের সাথে নিজ হাতে জীবানুনাশক ছিটান উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারবিন ও পৌর মেয়র মতিয়ার রহমান । এ সময় পৌরসভার নাগরিকদের মাঝে মাস্ক,ও হ্যান্ড গ্লোবস বিতারন করেন তিনি। মেয়র মতিয়ার রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত দের হোম কোয়ারান্টাইন মানতে হবে। গন জামায়েত করা যাবেনা। সামাজিক দুরত্ব নিশ্চিত করে চলাচল করুন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারবিন বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে অবশ্যই পরিস্কার পরি ছন্ন থাকা জরুরি, এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করা প্রয়োজন। করোনা ভাইরাস যেন ছরিয়ে না পরে সে বিষয়, বিদেশ ফেরত কোন ব্যক্তি ও পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে কিনা তাদের উপর প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। ভাইরাসটির প্রতিরোধে উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।