৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবেঃ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবেঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।শনিবার (২৮ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সিদ্ধান্ত জানানো হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেস এর সময়সীমা অতিক্রম হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে যানবাহনের ফিটনেস নবায়নের এ সুযোগ পাবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর আগামী ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest