নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে বৃত্ত এঁকে দিল “তেতুলিয়া সামাজিক সংঘ”

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে বৃত্ত এঁকে দিল “তেতুলিয়া সামাজিক সংঘ”
গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ করোনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও উক্ত ভাইরাসের সংক্রামন এড়াতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান যেমনঃ ঔষধের দোকান, মুদি দোকান, কাঁচামাল ও মাছের দোকানের সামনে বৃত্ত এঁকে দিয়েছে “তেতুলিয়া সামাজিক সংঘ” নামক একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ৷ শনিবার সকাল থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়নের দরুন বাজার, আকবর ভিটা, কাচারী হাট, স্কুল বাড়ী ও সোনা বাজারে এই কার্যক্রম পরিচালিত হয় ৷ এর পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে মাকিং করা হয় ৷  রিয়াজ মাহমুদ, জিএম.শাওন, সাজেদুল ইসলাম সিয়াম মৃধা, জেএম.মমিন, রাকিব আল-হাসান,সম্ভুনাথ,রুবেল জমদ্দার, কালাম খাঁন,রাকিব শরীফ, সবুজ ঢালী, আল আমিন, আলি আজগর সহ সকল সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য করোনা পরিস্থিতিতে বেশ কিছু দিন ধরে গ্রাম-গঞ্জে স্থানীয়ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তেতুলিয়া সামাজিক সংঘ ৷ সমাজের অনেকে তাদের এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন ৷

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest