জ্বর নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা জাবি ছাত্রকে ঢাকায় স্থানান্তর

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০

জ্বর নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা জাবি ছাত্রকে ঢাকায় স্থানান্তর
ব্যুরো প্রধান, রাজশাহী : জ্বর সর্দি নিয়ে নাটোরের বাগাতিপাড়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিতে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌফিককে কুয়েত মৈত্রী বাংলাদেশ সরকারি হাসপাতাল ঢাকা স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত নয়টার দিকে তৌফিক বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি বাগাতিপাড়া উপজেলা সদরের আকরামের ছেলে। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর সর্দি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা তৌফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বেশ কিছুদিন ধরে একজন বিদেশীর কাছাকাছি ছিলেন। গত ১২ মার্চ হঠাৎ জ্বর হলে জ্বর সর্দির ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হন। এরপর তিনি নিজ বাড়ি বাগাতিপাড়ায় চলে আসেন। এরপর তার নিজে নিজেই সন্দেহ হলে তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গেলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক তাকে শনিবার রাত ৯ টার দিকে রামেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে আসলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. বেলাল হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে রামেক হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও ডা. বেলাল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ছাত্রের সাথে বিদেশীর সাক্ষাৎ হয়েছিল। এরপর জ্বর হয়েছিল। ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল। কিন্তু তার মনে সন্দেহ থাকায় শনিবার বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে তাকে পরীক্ষার জন্য কুয়েত মৈত্রী বাংলাদেশ সরকারি হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হয়। তবে তিনি রাত ১০ টা ৫০ মিনিটে জানান, তাকে ঢাকায় প্রেরণ করা হলেও কোন মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যেতে রাজি না হওয়ায় আপাতত রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতাল রেফার্ড করা হয়েছে। তিনি চাইলে রাত পর্যন্ত ওই হাসপাতালে থেকে সুবিধা মতো সময় ঢাকায় যেতে পারবেন।

মুজিব বর্ষ

Pin It on Pinterest