তালতলীতে দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোল বৃত্ত

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০

তালতলীতে দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোল বৃত্ত
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  রবিবার (২৯মার্চ) বরগুনার তালতলী উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজের উদ্যোগে ঔষধের দোকানগুলোর সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে গোল বৃত্ত দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ঔষধ কিনতে আসা ক্রেতারা সেই গোল বৃত্তাকার দাগের মধ্যে থেকে দোকানীর কাছ থেকে পণ্য কিনছেন। এতে করে সামাজিক দূরত্ব বজায় থাকায় সুরক্ষাবোধ করছেন বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা । ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এদিকে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে নৌ বাহিনী টহল দিচ্ছে। পাশাপাশি তারা মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছেন। অপরদিকে পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় জনসাধারণকে সতর্ক করছে এবং একের অধিক লোক একত্রিত হলেই তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও অযথা রাস্তায় বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো. সেলিম মিঞা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest