শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের মধুপুরে এক অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯মার্চ) সকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি (আমতলী) বাজারের পশ্চিশ পাশে ধান ক্ষেতের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্হানীয় এক মহিলা সকাল সাতটার সময় ধান ক্ষেতে পানি দিতে গিয়ে লাশের সন্ধান পান বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, ভোর সাতটার স্থানীয়রা লাশের সন্ধান পেয়ে (চেয়াম্যানকে) জানান। বিষয়টি তিনি তাৎক্ষনিক মধুপুর থানার ওসি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।