জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা ভিজিডি কর্মসূচির ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় উপকার ভোগীদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। আজ ২৯ মার্চ সকাল ১০টায় তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভুক্ত ভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। তবে করোনা ভাইরাস বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ড ধারীদের তিন ফিট দূরত্বে ওহাত ধুয়ার নিয়ম অনুযায়ী এসব ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন সদর ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের সদস্য সচিবসহ সকল ওয়ার্ডের সদস্যরা। ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, ৪শ ৫০ জন ভুক্তভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।