বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ উপজেলা প্রশাসনের

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ উপজেলা প্রশাসনের
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে কারনে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রশাসন। রবিবার(২৯ মার্চ) দুপুর ১টায় দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৭টি ইউনিয়নে গিয়ে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা। এসময় সাথে ছিলো উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার। উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা বলেন সরকারের বিশেষ বরাদ্দ থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ২৯০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ উপজেলার এলাকায় বিভিন্ন ইউনিয়নে ১০ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু,সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনসমাগম এড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তিনি আরও বলেন মহামারী করোনা ভাইরাসের কারনে বরগুনা জেলাসহ তালতলী উপজেলাকে লকডাউন করা হয়েছে এতে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ জন্য সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest