ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গাড়িযোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন, চৌরাস্তা বাজার, রনচন্ডি, তিরনইহাট, শালবাহান ও সিপাইপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা (ভা.) মাসুদুল হক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। সেই সাথে নাগরিকদের মাঝে জনসচেতনতা বাড়াতে হ্যাক্সিসল, মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় সদরের চৌরাস্তা বাজারে করোনা প্রতিরোধে বিভিন্ন ঔষুধ, মুদি, বেকারি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানসহ গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে দূরত্ব নির্দেশিকা চিহ্নিতকরণ করে দেন নির্বাহী অফিসার (ভার.) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। তার সাথে তিনি সমাজিক দুরত্ব নিশ্চিত করাসহ সচেতনতা অবলম্বন করে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদেরকে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জনসমাগম বন্ধের লক্ষ্যে বিভিন্ন বাজার মনিটরিং করেন, জনসচেতনতার জন্য বিনামূল্যে মাস্ক বিতরণসহ বাজারে অবস্থানরত মানসিক ভারসাম্যহীনদের রান্না করে খাবার সরবরাহের জন্য স্থানীয় টি-নাইনটিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগী তরুণের নিকট খাদ্য সামগ্রী প্রদান করেন।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST