ওমর ফারুক, ব্যুরো প্রধান, রাজশাহী: করোনা ভাইরাস এর জন্য প্রস্তুত করা রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে জ্বর ও শুকনো কাশি নিয়ে এক কিশোর ভর্তি হয়েছে। তার আনুমানিক বয়স ১৭ বছর। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। আজ ৩০ মার্চ রাত ১২ টায় ওই কিশোর হাসপাতালে ভর্তি হয়। সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেডিসিন বিশেষজ্ঞ ও করোনা ভাইরাস নিয়ে রামেকে গঠিত টিমের তত্ত্বাবধায়ক আজিজুল হক আজাদ। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, যে কিশোর সংক্রামক ব্যাধি হাসপাতাল বর্তমানে আইসোলেশন রয়েছে সে কোন বিদেশী বা ঢাকা ফেরত কারো সংস্পর্শে আসেনি। নিজ বাড়িতেই ছিল। গত তিনদিন ধরে তার শুকনো কাশি ও জ্বর ছিল তাই পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তারমধ্যে দুটি লক্ষণ আছে। করোনার কোন উপসর্গ নাই। করোনার উপসর্গ না থাকায় তেমন চিন্তিত হওয়ার কোন কারন নাই। তবে বুধবার থেকে যদি করোমা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয় তাহলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। প্রেস ব্রিফিংয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌসসহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।