হিলিতে করোনা সতর্কতায় কাজ করছেন সেনাবাহিনী

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

হিলিতে করোনা সতর্কতায় কাজ করছেন সেনাবাহিনী

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ করোনা ভাইরাস সতর্কতায় হাকিমপুর (হিলি), উপজেলায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর একটি টহল টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, কাঁচামাল, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধের ঘোষনা করেন তারা। এরপরই এলাকায় সুনসান নিরবতা বিরাজ করছে। রাস্তঘাটসহ বাজারের দোকানপাট বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছেন না। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলায় মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সারা উপজেলায় সেনা সদস্যরা টহল দিয়েছেন। ৬৬ পদাতিক ডিভিশনের ৪ হর্সের অধিনায়ক মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরী জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর সদর উপজেলাসহ চারটি উপজেলায় সর্বক্ষণিক টহল অব্যাহত রেখেছি। মাইকিং করে জনসাধারনকে প্রয়োজন ছাড়া ঘরের বাহির হতে নিষেধ করছি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহবান জানাচ্ছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest