মির্জাগঞ্জে অর্ধশত দরিদ্রের ঘরে খাবার পৌঁছে দিলেন ওসি শওকত আনোয়ার

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

মির্জাগঞ্জে অর্ধশত দরিদ্রের ঘরে খাবার পৌঁছে দিলেন ওসি শওকত আনোয়ার
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও গরীব লোকদের ঘরে ঘরে শুকনা খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু ও সয়াবিন তৈল) পৌঁছে দিয়েছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম। সোমবার দুপুরে উপজেলার সরকারী সুবিদখালী কলেজ সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র রিক্সা চালক এবং কর্মহীন বিভিন্ন পেশার ৫০জন দিনমজুর মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন থানা পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ- আলম এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা।মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধসহ জনসাধারণের চলাচলে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে নিম্ন আয়ের মানুষের আয়ে বিঘ্ন ঘটায় যাতে তাদেরকে অনাহারে না থাকতে হয় তাই দরিদ্র রিক্সা চালক এবং খেটে খাওয়া মানুষের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে শুকনা খাদ্য সামগ্রী(চাল,ডাল,আলু ও তৈল) পৌঁছে দেয়া হয়েছে। এসময় সকলকে নিরাপদে ঘরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest