শফিউর রহমান কামাল, বরিশাল ব্যুরোঃবরিশাল সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র,১৯নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর ব্যক্তিগত উদ্যোগে গরীব ও বর্তমান করোনা ভাইরাস জনিত কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের ৪০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন। খাদ্যদ্রব্য এর মধ্যে আছে ৩ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি পিয়াজ,১কেজি লবন,১কেজি তেল ও ২টি সাবান। তার এই উদ্যোগকে সত্যিই প্রশংসনীয় করে তুলছে এবং এলাকার লোকজন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। তার এই উদারতা কে আমরা সাধুবাদ জানাই পাশাপাশি সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলর যদি এভাবে তাদের ব্যক্তিগত উদ্যোগের কারণে গরীব ও দিনমজুরদের ২/৩ দিনের আহারের ব্যবস্থা করে দিতেন তাহলে হয়তো তারাও কিছুটা স্বস্তি ফিরে পেতেন।