ওমর ফারুক, ব্যুরো প্রধান, রাজশাহী: আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামণ প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নভেল করোনা ভাইরাস এর সংক্রামণ মোকাবেলায় সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ন কবির বিপিএম, রাজশাহী বিভাগীয় স্থাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য, সিভিল সার্জন ডা. এনামুল হক প্রমূখ।