ভোলায় উপজেলা জলবায়ু ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

ভোলায় উপজেলা জলবায়ু ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

ইমতিয়াজুর রহমান,ভোলা: জলবায়ু পরির্বতনের ক্ষতি মোকাবেলায় টেকসই উন্নয়ন, জলবায়ু অর্থায়নে সচ্ছতা নিশ্চিত, জনসাধারনের মাঝে জলবায়ু সচেতনতা সৃষ্টি অভিযোজন ও প্রশমনের লক্ষে সদর উপজেলা জলবায়ু ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভোলা শহরের মুসলিম ইউনিষ্টিটিউট ও পাবলিক লাইব্রারিতে ভোলা সদর উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি এ্যাড: কামাল উদ্দিন সুলতান ,সাধারন সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা,সদস্য আবুল হাসনাত তসলিম , কোষ্টট্রাস্ট সিএফটিএম প্রকল্পের প্রগ্রাম অফিসার রাজিব ঘোষ, একাউন্স এন্ড এডমিন মো: ইব্রাহিম , মো: এরশাদ , শিমুল , মুসরিন বেগম , রেজাউল প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন, জলবায়ু পরির্বতনের কারনে বর্তমান সময়ে বাংলাদেশ ভয়াবহ হুমকির সম্মুক্ষিন। যদিও জলবায়ু পরির্বতনের জন্য বাংলাদেশ দায়ি না , কিন্তু ক্ষতির র্নিমম শিকার । জলবায়ু পরির্বতনের ক্ষতি মোকাবেলা করতে হলে অভিযোজন ও প্রশমন করতে হব । পরির্বতিত জলবায়ু সহনশীল টেকশই উন্নয়ন করতে হবে। জলবায়ু অর্থায়নে সচ্ছতা নিশ্চিত করতে হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest