নীলফামারী-৪ আসনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ স্থানীয় জাপা নেতা

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

নীলফামারী-৪ আসনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ স্থানীয় জাপা নেতা

খাদেমুল মোরসালিন শাকীর, রংপুর ব্যুরোঃ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ। সোমবার রাত ১১ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিক, ভ্যান ও অটো চালক ৬৩ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম চালাবেন বলে উপজেলা জাতীয় পার্টির তরফ থেকে জানানো হয়েছে। খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ৫ শ’ গ্রাম ডাল, ৫ শ’ গ্রাম তেল, ৫ শ’ গ্রাম লবন, ২ কেজি আলু ও ১টি লাক্স সাবান। খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি সবাইকে মাস্ক পড়িয়ে দেন। এসময় তিনি বলেন, বাড়িতে বাড়িতে অবস্থান করুন, সুস্থ্য থাকুন, সকলকে সুস্থ্য থাকতে সহায়তা করুন। এসময় উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির নেতা মজিদুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোশারফ হোসেন চিলু,উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক শাকিল ইসলাম প্রমূখ। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ জানান, এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা জাতীয় পার্টি কর্মহীন অসহায় মানুষদের পাশে আছে এবং থাকবে। সোমবার রাতে খাদ্য সামগ্রী ৬৩টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest