এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি মানু মজুমদার

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি মানু মজুমদার
রিফাত আহমেদ রাসেল, (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে গৃহবন্ধি, দিন আনা দিন খাওয়া, নিম্ন হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি। বুধবার সকালে পৌর শহরের দক্ষিণ বাজার মুজিবনগর আশ্রয়ন প্রকল্প এলাকার প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তিনি। পরে বিরিশিরি খাদ্য গুদাম থেকে বিভিন্ন ইউনিয়নের জন্য আরো ৪ শতাধিত পরিবারের জন্য খাদ্য সামগ্রী ইউপি চেয়ারম্যানদের হাতে তুলেন দেন। পরবর্তীতে আরো কয়েক হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানা যায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা ফারজানা খানম, উপজেলা আওয়ায়ামীলীগ সভাপতি আলাল উদ্দিন আল আজাদ, ওসি মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ নেতা পাভেল চৌধরী সহ আওয়ামীলীগ ও অঙ্গ নেতৃবৃন্দরা। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকা দুর্গাপুর কমলাকান্দা নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । পর্যায়ক্রমে আরও কয়েক হাজার মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest