পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

শফিউর রহমান কামাল  : রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার রাত ১০টার পর মন্ত্রণালয়ের বাজেট শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রণালয়ের নিচতলায় আগুনের সংবাদ পেয়ে রাত ১০টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নেভানো হয়।

তিনি বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest