বরিশাল উজিরপুরে বিভাগীয় তথ্য অফিসের লিফলেট বিতরণ।

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

বরিশাল উজিরপুরে বিভাগীয় তথ্য অফিসের লিফলেট বিতরণ।

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেন। আজ বিকেলে ৩ টার সময় বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক মুহাম্মদ আমিরুল আজম,বিভাগীয় সহকারী তথ্য অফিসার লেলিন বালা সহ স্থানীয় প্রতিনিধি গন লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক নির্দেশ প্রধান করেন। তারা উল্লেখ করা হয় যে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবেন না। ঘরের দরজা জানালা খোলা রাখুন,যেখানে সেখানে কফ বা থুথু ফেলবেন না,হ্যান্ডশেক বা কোলাকোলি করা থেকে বিরত থাকুন। পরিস্কার করে হাত না ধুয়ে চোখ,মুখ,নাক,স্পর্শ করবেন না। কিছুক্ষন পরপর সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন। হাঁচি,কাশির সময় রুমাল বা টিস্যু দিয়ে অথবা কনুই এর ভাঁজে মুখ ঢেকে ফেলুন।ব্যবহার করা রুমাল ও টিস্যু ঢাকনাযুক্ত ময়লার বাক্সে ফেলে ভালোভাবে হাত পরিষ্কার করুন। জনবহুল স্থান এড়িয়ে চলুন ও গণপরিবহন ব্যবহার পরিহার করার চেষ্টা করুন,অন্যথায় মাস্ক ব্যবহার করুন। বাসায় ফিরে পরিধানের কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবং হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন,সম্ভব হলে গোসল করুন। বিদেশ থেকে আসা ব্যক্তিরা নিজের,পরিবারের,প্রতিবেশির বা দেশের স্বার্থে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধে থাকুন।অন্যথায় পরিবার বা প্রতিবেশীদের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এ ছাড়া বিভিন্ন দিক নির্দেশনা মূলক মাইকিং ও লিফলেটি উল্লেখ করা হয়। অবশেষে তারা উপজেলার সাতলা,হারতা,জল্লা,ওটরা,ভড়াকোঠা,শোলক,বামরাইল,শিকারপুর সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন ও মাইকিং করেন এ সময়ে তারা প্রতিটি সচেতন নাগরিকদের উদ্যেশ্যে বলেন যে তাহারা যেন গুজবে কান না দেনা।আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলা ও সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করার দিক নির্দেশনা প্রধান করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest