বরিশালে ওয়ালটন প্লাজার সৌজন্যে ত্রান বিতরন সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

বরিশালে ওয়ালটন প্লাজার সৌজন্যে ত্রান বিতরন সম্পন্ন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ দেশ ও দেশের সব রকমের দুঃখ,কষ্ট,দুর্যোগ, অথবা কোন মহামারী সব সময়ই পাশে ছিল দেশের বিখ্যাত ইলেকট্রোনিক্স ও ইলেকট্রিক গ্রুপ অব কম্পানি “ওয়ালটন”। তারই ধারাবাহিকতায় দেশের চলমান মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দেশের গরিব,দিনমজুর খেটে খাওয়া মানুষের জন্য কম্পানির নিজস্ব শোরুমের সৌজন্যে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন। ঠিক সে দিক থেকে থেমে নেই কোম্পানির নিজস্ব শোরুম “ওয়ালটন প্লাজা বরিশাল সদর রোড শাখা”। আজ পহেলা এপ্রিল বুধবার বরিশালের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক খেটে খাওয়া দিনমজুরদের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,তৈল,আলু,পিয়াজ,সাবান ইত্যাদি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সেলিম এবং নথুল্লাবাদ ব্রাঞ্চ ম্যানেজার কাজী শিপন,সার্বিক সহযোগীতায় ছিলেন জনাব সুব্রত দাশ প্রান্ত এরিয়া ম্যানেজার বরিশাল জোন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মো:সাব্বির,মো:নাজমুস সাকিব,মো:মেহেদি হাসান ইমন,মো:সোহাগ আহম্মেদ এবং মো:রিয়াদ সামি। উক্ত কার্যক্রম উদ্ভোধনের সময় ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সেলিম বলেন,দেশের ক্লান্তিকর সময়ে দেশ এবং দেশের মানুষের পাশে “ওয়ালটন”ছিলো এবং সারাজীবন দেশ ও দেশের জনগনের পাশে থাকবে।তিনি আরো জানান,করোনা মোকাবেলার জন্য “ওয়ালটন গ্রুপ” প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে তিন কোটি টাকা দিয়েছে তার সাথে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই এই দূর্যোগ কালীন ও মহামারীর সময়ে সবাইকে ঘরে থেকে ভাইরাস মোকাবেলা করার পরামর্শ দেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest