গভীর রাতে গরীবদের বাসায় পুলিশ,কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

গভীর রাতে গরীবদের বাসায় পুলিশ,কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ নীলফামারী জেলা পুলিশ গোটা জেলার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে করোনা ভাইরাসের কারণে বাড়ীতে থাকা খেটে খাওয়া মানুষদের। বুধবার নীলফামারী জেলা পুলিশের সুপারের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের খেটে খাওয়া প্রকৃত গরীব ও অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে যখন বাড়ীতে অবস্থান করছে সাধারণ মানুষ, ঠিক সেই সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুলিশের দক্ষ দল বাড়ী বাড়ী ঘুরে প্রকৃত গরীব মানুষের বাড়ী চিহ্নিত করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ কর্মকর্তারা। রাতের অন্ধকারে যে পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে, সেই পুলিশ গরীব মানুষের পাশে খাবার নিয়ে হাজির হওয়ায় গরীব মানুষ খুশি হয়েছে। সাধারণ মানুষ অবাক হয়েছে পুলিশের এই রাতের বেলায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানোর জন্য। অনেক সচেতন মানুষ পুলিশের প্রশংসা করে বলেন, পুলিশ যেমন অপরাধ দমনে অগ্রনী ভূমিকা পালন করেন ঠিক তেমন অসহায় মানুষের বিপদের পাশে থেকেও নিরলস ভাবে কাজ করছেন। বুধবার রাত সাড়ে ৯টার সময় জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোঃ আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (সেবা) অশোক কুমার পাল,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশীদ,ওসি তদন্ত মফিজুল হক,এস আই আব্দুল আজিজসহ থানার সকল অফিসারবৃন্দ। পুটিমারী ইউনিয়নের জমিলা বেগম বলেন,বাবা হামরা গরীব মানুষ হামার খবর কায়ো রাখে না। আইজ পুলিশ মোর বাড়ীত আসিয়া মোর বাড়ী দেখিয়া মোক খাবার দিয়া গেল। আল্লাহ সউক পুলিশের উপর রহমত দিবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest