করণা রোধে আরএমপির দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

করণা রোধে আরএমপির দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত
ব্যুরো প্রধান, রাজশাহী: করোনাভাইরাস প্রতিবাদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে করোনা ভাইরাস প্রতিরোধে দিক নির্দেশনামূলক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপি পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম। সভায় পুলিশ কমিশনার করোনার বিস্তার, বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধে সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করেন। করোনা ভাইরাসের বিস্তাররোধে একযোগে কাজ করার জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করা হয়। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করা এবং করোনা ভাইরাস সংক্রান্তে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সকলকে প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়। সোসাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে করোনা ভাইরাস নিয়ে গুজব ও বিভ্রান্তকর তথ্য ছড়াতে না পারে সে বিষয়ে থানার অফিসার ইনচার্জদের সতর্ক দৃষ্টি রাখতে এবং সাধারণ জনগণকে ঘরে রাখতে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest