ঢাকা ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
গোলাম মাহমুদ শাওন,বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে সামরিক বাহিনীর কঠোর অবস্থানের নীতিতে প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার নূর মোহাম্মদ কন্টিনজেন্ট কমান্ডার, ভোলা। বৃহস্পতিবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশির গাজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্ধ। নৌ-বাহিনীর ভোলা কমান্ডার জনপ্রতিনিধিদের সামাজিক দুরত্ব বজায় রাখতে তাদের কর্মাকান্ডের সম্পৃক্ততা জোরালো করার আহবান করেন এবং বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। সরকারি নির্দেশনা অনুসরণ করে সকল সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়। সকল জনপ্রতিনিধিরা উক্ত সভায় নিশ্চিত করেন যে যার যার এলাকার জনগণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রত্যেকে যার যার এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST