ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
ইমতিয়াজুর রহমান, ভোলা: ভোলায় দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে জাটকাগুলো জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশের মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. ওয়াসিম আকিল জাকির জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী তাসসিফ-৪ ও ফারমান-১ লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা বৃহস্পতিবার সকালে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST