মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি:- দিনাজপুর হিলিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস- স্কুল, কলেজ, বন্ধ থাকায় পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যায়। চলমান পরিস্থিতিতে এই ব্যবসার সাথে জড়িত ০৯ জন পত্রিকা বিক্রেতা কর্মহীন হয়ে পড়ে। এতে করে নয়টি পরিবার অসহায় হয়ে পড়ে। এ সময় তাদের সহায়তায় দিয়েছে হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর কার্যালয় তাদের হাতে তুলে দিলেন চাল, আলু ও লবন নিত্য প্রয়োজনীয় জিনিস। এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর সে¦চ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। হাকিমপুর পৌর মেয়র পৌর, জামিল হোসেন চলন্ত বলেন, করোনা ভাইরাস কারনে ব্যবসা প্রতিষ্ঠান অফিস,স্কুল,কলেজ বিভিন্ন দপ্তর বন্ধ থাকায় এতে করে পত্রিকা বিক্রেতারা বিপাকে পড়েছেন। তাদের পাশে দাড়াতে হাকিমপুর হিলি পৌর মেয়র খাদ্য সামগ্রী বিতরন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।