ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
দিনাজপুরের বীরগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ অরবিস ইন্টারন্যাশানলের সহযোগিতায় এবং বীরগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় “আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গণে হবিবর রহমান ডায়াবেটিস হাসপাতালের জমিদাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব জবেদ আলী, বিশেষ অতিথি হিসেে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ছুটু, হবিবর রহমান ডায়াবেটিস হাসপাতালের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উপ-পরিষদের আহ্বায়ক সুজাউর রব চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ও বিমল চন্দ্র দাস সহ আরো অনেকে। বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে প্রায় ছয়শত জন সাধারণ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST