করোনায় বেনাপোলে ছাত্রলীগের উদ্যোগে দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

করোনায় বেনাপোলে ছাত্রলীগের উদ্যোগে দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এসএম স্বপন বেনাপোলঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর পরিবারের মাঝে বেনাপোল ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সরকারি নির্দেশনা মেনে বাড়ি বাড়ি গিয়ে ভবারবেড় গ্রামের ১২০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ লিটার তেল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল ইমরান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জহির রায়হান, সহ-সভাপতি মিন্টু, সহ-সভাপতি অনিক, সাংগঠনিক সম্পাদক ফয়জুল্লাহ, ভবারবেড় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মারুফুল হক দিপু, অরেঞ্জ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির, তুষার, শুভ, আশিক, শান্ত, অনিক, রাকিব, নূর হোসেন, সুজন, সোহেল, বিপ্লব সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। ছাত্রলীগের নেতারা এসময় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তাদের গ্রামের যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এবং সেই সাথে বেনাপোলের বিভিন্ন অর্থশালী ব্যবসায়ীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest