মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক দিনাজপুর প্রতিনিধিঃ মানুষেরা যখন গভীর ঘুমে তখন দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের আদিবাসি অধ্যাষিত এলাকার মাটাল পাড়া বস্তায় খাবার নিয়ে হাজির হয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি শিবলী সাদিক। রাতের ওই গ্রামসহ ইউনিয়নে প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন তিনি। জানাযায়, বর্তমান করোনাভাইরাসের কারনে দেশের মানুষ যখন ঘরথেকে বাহির হতে পারছেনা এমন সময় দিনাজপুরে দক্ষিনাঞ্চল বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাড় ও হাকিমপুর এই চার উপজেলার ৪০০০০ হাজার অসহায় মানুষের মাঝে নিজ তহবিল থেকে খাবার সামগ্রী বিতরণ করছেন শিবলী সাদিক এমপি। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল,লবণ। এছাড়াও ঘরবন্দি পরিবারগুলো জন্য প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে। এমপি শিবলী সাদিক বলেন, ‘ করোনভাইরাসের কারনে কর্মহীন মানুষগুলো ঘরে বন্দি তখন তাদের করোনার চেয়েও ভয়াভহ হয় ক্ষুধা । আমি যখন খাবার নিয়ে গ্রামে যাই তখন গ্রামের মানুষগুলো অনেকেই ঘুমিয়ে থাকে। সামাজিক দুরুত্ব বজায় রেখে রাতের আধারে তাদের খাবারে পৌঁছে দেবার চেষ্টা করেছি’। তিনি বলেন,‘ আমি খোঁজ নিয়েছি। অনেক মানুষ আছে অভাবের কারনে তাদের উঁনুন জ্বলেনি। ঘরের বাইরে করোনা আর ভেতরে ক্ষুধা। অনেকের শিশুরা ছিল অভুক্ত। তাদের হাতে কিছু খাবার তুলে দিতে পেরে নিজেরকে ভালো লাগছে। অনেক মানুষ আছে খাবার পেয়ে একটা আনন্দের হাসি সারা জীবনে মনে রাখবার মত’। এসময়, বিরামপুর উপজেলা চেয়ারম্যান মো.খায়রুল আলম রাজু, স্থানীয় কাটলা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস আলী উপস্থিত ছিলেন।