ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
হাবিবুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি(দিনাজপুর) : দেশের চলমান করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ১৮ মার্চ হতে দিন দিন এ ছুটি দীর্ঘায়িত হচ্ছে । অপ্রত্যাশিত এ ছুটিতে বিপাকে পড়েছে দেশের শিক্ষাব্যবস্থা। এই অবস্থা পুষিয়ে নিতে দেশের অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অনলাইন ক্লাশের ব্যবস্থা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে নেওয়া হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাশ। এ সময় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী অধ্যাপক মজিবর রহমান নিচ্ছেন ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাশ । তিনি ব্যবসায় অনুষদের লেভেল- ৩ সেমিস্টার-২ এর ম্যানেজেরিয়াল একাউন্টটিং কোর্সের শেষ ৩ টি ক্লাশ ইউটিউব লাইভ এর মাধ্যমে নিচ্ছেন যার প্রথম ক্লাসটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। বাকি আরো ২ টি ক্লাশ ও একটি কুইজ ও এসাইনমেন্ট গুগল ক্লাশরুমের মাধ্যমে নিবেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রথম ক্লাশটি আজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। তবে পর্যাপ্ত টেকনিক্যাল রিসোর্স না থাকলে এভাবে অনলাইন ক্লাশে ছাত্রছাত্রীদের প্রশ্ন নেওয়া ও সকল শিক্ষার্থীর ফেস টু ফেস অংশগ্রহণ একটি দূরহ কাজ। গুগল ক্লাশরুমের মাধ্যমে ছাত্রছাত্রীদের একটি কুইজ ও এসাইনমেন্ট মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। শিক্ষার্থীরাও এমন ক্লাশ করে সন্তুষ্টি প্রকাশ করেছে। ব্যবসায় শিক্ষা অনুষদের লেভেল ৩ সেমিস্টার – ২ এর শিক্ষার্থী শামীমা বৃষ্টি বলেন,দেশের এই সংটাপন্ন অবস্থায় অবশ্যই এটি একটি ভালো উদ্দ্যোগ। এভাবে ঘরে বসে অনলাইনে ক্লাস করলে করোনা সংক্রামনের ঝুকি যেমন কমছে অপর দিকে পড়াশোনায় পিছিয়ে পড়ার সম্ভবনা থাকছেনা। অনলাইনে স্যার অনেক যত্ন সহকারে পড়িয়েছেন আমরা সবাই অনেক সন্তুষ্ট অনলাইন ক্লাস করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST