তজুমদ্দিনে সামাজিক দূরত্ব বজায় রেখে এমপি শাওনের ত্রাণ বিতরণ।

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

তজুমদ্দিনে সামাজিক দূরত্ব বজায় রেখে এমপি শাওনের ত্রাণ বিতরণ।

 মোঃইলিয়াছ , তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্যোগ মোকাবিলায় যেসকল সময়োপযোগী ও যথার্থ পদক্ষেপ নিয়েছেন তা বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের জন্য এক বিরল দৃষ্টান্ত। শনিবার করোনা ভাইরাসের প্রভাবে তজুমদ্দিনের গৃহে থাকা কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসহায়তা প্রদানকালে এ কথা বলেন তিনি। এদিন নিজ অর্থায়নে উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, কোড়ালমারা বাংলাবাজার বিদ্যালয় ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন এমপি শাওন। করোনায় আতঙ্কিত না হয়ে সরকারের পরামর্শ মেনে চলার আহবান জানিয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশনাগুলো আপনার, আমার সকলের ভালোর জন্য। তাই নিজেদের পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো মেনে চলুন। তাহলেই আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার সময়ে কেউ না খেয়ে থাকবে না জানিয়ে তিনি বলেন, লকডাউনের গৃহে অবস্থানকারী কর্মহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দ পৌঁছিয়ে দেয়ার দায়িত্ব আমাদের। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ নিয়ে কোন প্রকার দূর্নীতি সহ্য করা হবেনা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্রাফুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, ওসি এসএম জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest