রাজশাহীতে নতুন ১৮ জন সহ ৩০৪ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

রাজশাহীতে নতুন ১৮ জন সহ ৩০৪ জন হোম কোয়ারেন্টাইনে
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন আরো ১৮ জনসহ ৩০৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে । গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলা মিলিয়ে এ ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এ নিয়ে এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০৬ জন। ৩০৬ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৮৪ জন, বাঘা উপজেলায় ১৩ জন, চারঘাট উপজেলায় ৩৬ জন, পুঠিয়া উপজেলায় ৩৯ জন, দুর্গাপুর উপজেলায় ১৪ জন, বাগমারা উপজেলায় ২৯ জন, মোহনপুর উপজেলায় ৪০ জন, তানোর উপজেলায় ১১ জন, পবা উপজেলায় ১৭ জন ও গোদাগাড়ি উপজেলায় ২৩ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ৭৯২ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১০৯৮ জন। রোববার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest