বোরহানউদ্দিনে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ জনকে জরিমানা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

বোরহানউদ্দিনে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ জনকে জরিমানা

গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ গাড়ি চালক ও ২ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে বিকাল অবধি নৌবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন। এ সময় তিনি জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধে ও সামাজিক নিরাপত্তা রক্ষায় সরকার যান-জন চলাচলে বিধি নিষেধ আরোপ করেন। মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় আজ নৌবাহিনীর সহযোগিতায় বিভিন্ন বাজারে অভিযান করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন থেকে ঢাকাগামী ২টি যাত্রীবাহী পরিবহন ও ঢাকা থেকে চরফ্যাশনগামী ২ টি পরিবহন আটক এবং ঐসব পরিবহেনর প্রায় ১৩০ জন যাত্রী ও ৪ জন চালককেও আটক করা হয়। ভোলা জেলা নৌকন্টিজেন্ট কমান্ডার লে. নুর মোহাম্মদ তাবলিগ জামায়েতে আসা যাত্রীদের সরকারি নিষেধাজ্ঞা ও করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতনামূলক ব্রিফ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসচালক জহির ওশাহে আলমকে ১০ হাজার টাকা করে, আকরব, আলমগীরকে ৫ হাজার টাকা করে, এবং বোরহানগঞ্জবাজারের ব্যবসায়ী মোতাহারকে ১ হাজার ও তানভিরকে ৫ শত টাকা জরিমানা করেন। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে আরও ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার লে. নুর মোহাম্মদ লে. ইমাম হোসেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest