ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল মনাফ গুরুতর অসুস্থ হয়ে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অফিস সূত্রে জানা যায়, গত ৪দিন পূর্বে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ওইদিন দ্রুত সিলেট মহানগরীর মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১৩ নভেম্বর) মহানগরীর নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক জানান, সেখানে চিকিৎসকরা মেয়র আব্দুল মনাফকে আইসিইউয়ে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পৌরসভার সচিব মোবারক হোসেন জানান, ইতোমধ্যে অসুস্থ মেয়র আব্দুল মনাফের স্ত্রী ও সন্তানরা লন্ডন থেকে দেশে ফিরেছেন। যেকোন সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা অথবা দেশের বাহিরে নেওয়া হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে, মেয়র আলহাজ¦ আব্দুর মনাফের সুস্থতা কামনায় গতকাল বৃহস্পতিবার পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কাউন্সিল’র গিয়াস উদ্দিন মুন্না, সচিব মোবারক হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST